
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নতুন জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার ২৮ সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা শহীদ আবুল হাসান চত্বরে আলোচনা ও মতবিনিময় শেষে ভিজে স্কুলের সন্নিকটে চুয়াডাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করেন স্থানীয় ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান বাবু খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-আইন বিষয়ক সম্পাদক হাব্বির রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইবনুর রশিদ মাশুক, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম।
নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের ভবিষ্যত পরিকল্পনা, যুবসমাজের অধিকার এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved