
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটূক্তি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭সেপ্টেম্বর) বাদ জুম্মা ভৈরব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সভার আয়োজন করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামা'আত ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত ভৈরব উপজেলা শাখার সভাপতি আলহাজ মজিবুর রহমান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুজাহানের বাদশা রাসুল (সা.) কোন দলের নয়। তিঁনি মুসলমানদের প্রাণের স্পন্দন। ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ প্রিয় রাসুল (সা.)-এর নামে কটূক্তি করেছেন যা সারা বিশ্বের মুসলমানদরের অপমান করেছেন। বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে রামগিরিকে সমর্থন করেছে। এ ঘটনায় পৃথিবীতে থাকা ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এসময় বক্তারা নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে শফিকুল ইসলাম সাজু ও শাহরিয়ার কাদরির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী মো. রুবেল হোসেন , পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মীর মো. রাজন আহমেদ, এল এস ডি মসজিদ খতিব আল্লামা হাবিবুর রহমান নিজামী, গাউছিয়া জামে মসজিদ খতিব আল্লামা জসিম উদ্দিন মোজাহেদি, খতিব হাফেজ রহমতুল্লাহ সালেহি, হাফেজ বাহার আশরাফি, খতিব আল্লামা মোবাশ্বির হোসেনসহ বিভিন্ন মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved