
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থানে বেড়েছে লেনদেন। কমেছে ৩৫৫ কোম্পানির শেয়ারের দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৯৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ১০ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৮ টির, কমেছে ৩৯৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ১৪ টি কোম্পানির বাজারদর।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved