
গ্রাহক সেবা প্রদানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইসিবি’র প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১১ টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আইসিবি’র মহাব্যবস্থাপক মোঃ হাবীব উল্লাহ সভাপতিত্ব করেন। আইসিবির প্রধান কার্যালয়, শাখা কার্যালয় ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের গ্রাহক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন সশরীরে/ডিজিটাল প্লাটফর্মে আলোচ্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত অংশীজন আইসিবি’র গ্রাহকসেবা ও পুঁজিবাজার উন্নয়ন বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved