
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের উপর হামলা, গাড়ীতে অগ্নিসংযোগ, সড়ক ও জনপথের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯-সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি (৩০(০৯)২০২৪) দায়ের করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লা আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান চেয়ারম্যান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর নামোল্লেখ করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved