
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে উপজেলা সন্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার লেঃ কর্নেল ফারহানা আফরীন। তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্রদেরকে প্রথমে স্মার্ট আইডি কার্ড দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রলয় কুমার সাহা বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভৈরব উপজেলার পৌর ও ৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় ১ লাখ ৮৩ হাজার স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হবে। আজ কয়েকজন সাংবাদিক ও ছাত্রদেরকে স্মার্ট আইডি কার্ড দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলো। বিষয়টি যার যার এলাকায় প্রচার করতে সাংবাদিকদেরকে অনুরোধ করেন। স্মার্ট আইডি কার্ডে ২২ ধরনের সুবিধা মিলবে বলে তিনি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved