
চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে শক্ত অবস্থায় ছিল ভারত। ধারণা করা হচ্ছিলো, দ্বিতীয় দিনেই সেই দাপট বজায় রাখবে তারা। তবে তাসকিন-হাসান মাহমুদের বোলিং তোপে দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।
চেন্নাইয়ে দ্বিতীয় দিনে মাত্র ১১.২ ওভার টিকতে পেরেছে ভারতের ব্যাটসম্যানরা। ৯১.২ ওভার ব্যাট করে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তাসকিন আহমেদও পেয়েছেন ৩ উইকেট।
প্রথম দিনে ভারতকে বিপদ থেকে উদ্ধার করা দুই ব্যাটসম্যান অশ্বিন-জাদেজার জুটি দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙেন তাসকিন। লিটনের কাছে ক্যাচ দিয়ে ৮৬ রানে আউট হন জাদেজা। এরপর আকাশ দীপকেও দ্রুতই ফেরাতে পারতেন তাসকিন। তবে তার ক্যাচ মিস করেন সাকিব আল হাসান।
আকাশকে নিয়ে ২৪ রানের একটি ছোট জুটি করেন অশ্বিন। সেই জুটি ভাঙেন তাসকিন। এরপর অশ্বিনও বেশিক্ষণ টিকেননি। ১১৩ রানে তাকে তুলে নেন তাসকিন। এরপর ভারতের শেষ উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। তার পাশাপাশি টানা দ্বিতীয় বার ৫ উইকেট পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের শেষ ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন তিনি।
দ্বিতীয় দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন হলেও, পুরো ইনিংসে টাইগারদের বেস্ট বোলার ছিলেন হাসান মাহমুদই। এই দুইজন বাদে ভারতের বাকি দুই উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মেহেদী মিরাজ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved