
নিজস্ব প্রতিবেদকঃ অভ্যন্তরীন মালবাহী নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতে সাঈদ আহমেদ সভাপতি ও ইঞ্জিঃ মেহবুব কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার রাজধানীর কাকরাইলের কার্যালয়ে সংগঠনের কার্য নির্বাহী পরিষদেও বৈঠকে তাদেরকে এই দুই পদে নির্বাচিত করেন সদস্যরা। সংগঠনের অন্যান্য পদে পরিবর্তন আসেনি। চলমান অচলাবস্থা নিরসনকল্পে এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ ইকবাল হোসেন কার্য নির্বাহী পরিষদের একটি সভা আহবান করেন।
সভায় কার্য নির্বাহী পরিষদের ২৫ জন সদস্যের মধ্যে ২০ জন কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন। উক্ত সভায় মোঃ ইকবাল হোসেন পদত্যাগ করেন। এছাড়া সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সভায় অংশ নেননি। কার্যনির্বাহী কমিটির সদস্যরা তার উপর অনাস্থা আনলে তার পদ শূন্য হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved