
চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের যৌক্তিক দাবিতে ১৯ এ সেপ্টেম্বর বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার কমলাপুর পিটিআই-তে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিটিপিটি প্রশিক্ষণরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের বক্তব্যে দশম গ্রেড বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বলেন, প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়ন ছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
তাঁরা আরও উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই দেশের ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাদেরকে বঞ্চিত রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এ সময় শিক্ষকেরা তাঁদের দাবিসমূহ পূরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved