
রতে পাচারকালে পাচারকালে আরও ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা সদর উপজেলার চানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ইলিশগুলো আটক করে জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন। জব্দ করা ইলিশের দাম সাড়ে ৯ লাখ টাকা।
লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, বিকেল ৫টায় ১০ বিজিবির সদস্যরা এসব ইলিশ জব্দ করেছেন। ৩৫ টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল এসব ইলিশ। বিজিবির আসার খবর পেয়ে আসামিরা পালিয়ে গেলেও ইলিশগুলো জব্দ করা হয়। এই ইলিশ বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved