
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপী গ্রামের দু'পক্ষের সংঘর্ষে ইকবাল হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়া উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। নিহত যুবক উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের দক্ষিণপাড়ার খালপাড়া এলাকার মৃত ধন মিয়ার ছেলে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মৌটুপী গ্রামের সরকার বাড়ি ও কর্তাবাড়ির লোকজনের মধ্য এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌটুপী গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ বছর ধরে সরকার বাড়ি ও কর্তাবাড়ির সমর্থকদের মধ্য কলোহ লেগে আছে। স্বাধীনতার পর থেকে ৫৪ বছর যাবত দুই বংশের ঝগড়া ও শত্রুতা চলছে। যার কারণে কিছুদিন পর পর বিভিন্ন বিষয়ে নিয়ে দুই বংশের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পর্যন্ত মৌটুপী গ্রামের দুই বংশের সংঘর্ষের ঘটনায় ১০-১২ টি খুনের ঘটনা ঘটেছে। গত কয়েক মাস পূর্বে দুই বংশের সংঘর্ষের ঘটনায় কর্তা বাড়ির নাদিম কর্তা নামের এক যুবক নিহত হয়েছেন। তার মৃত্যুর পর থেকে মৌটুপী গ্রামে দু'পক্ষের মধ্য প্রায় সংঘর্ষের ঘটনা ঘটতো। এরই জের ধরে আজ শুক্রবার বিকালে হঠাৎ করে দু'পক্ষের লোকজন দেশীয় অস্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইকবাল হোসেন নামের এক যুবক প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা বলেন, ইকবাল হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসলে পরিক্ষার নিরীক্ষা করে দেখতে পাই তিনি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন। এছাড়া অনেক আহত রোগি আসছে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে গুরুত্বর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved