
নবীজি মুমিনের জীবনে উত্তম আদর্শ। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতও শ্রেষ্ঠ উম্মত। নবীজিরও ছিল- পরিবার, সন্তানসন্ততি। আজকে নবীজির সন্তানসন্ততি নিয়ে আলোচনা করবো।
১. কাসেম (রা.) জন্মলাভ করেন নবিজির ২৮তম বছরে, মৃত্যুবরণ করেন রাসুল সা.-এর ৩০তম বছর। মোট বেঁচেছিলেন ২ বছর। দাফন করা হয় মক্কা মুকাররমায়।
২. আবদুল্লাহ (রা.) (তায়্যিব ও তাহের)। জন্মলাভ করেন নবুওয়াতের পূর্বে, বেঁচেছিলেন ১ বছর ও কয়েক মাস। দাফন করা হয় মক্কা মুকাররমায়।
৩. ইবরাহিম (রা.)। মারিয়া (রা.)-এর গর্ভে জন্মলাভ করেন ৮ম হিজরির জিলহজ মাসে। মৃত্যুবরণ করেন ১০ রবিউল আউয়াল ১০হিজরি। মোট বেঁচেছিলেন ১৬ মাস। দাফন করা হয় মদিনায়।
১. যয়নব (রা.)। জন্মগ্রহণ করেন নবিজির ৩০তম বছরে, মৃত্যুবরণ করেন ৮ম হিজরি সনে। মোট বেঁচেছিলেন ৩১ বছর। দাফন করা হয় মদিনায়।
২. রুকাইয়া (রা.)। জন্মগ্রহণ করেন নবিজির ৩৩তম বছরে। মৃত্যুবরণ করেন ২০ রমজান ২য় হিজরি। মোট বেঁচেছিলেন ২২ বছর। দাফন করা হয় মদিনায়।
৩. উম্মে কুলসুম (রা.)। জন্মগ্রহণ করেন নবুওয়াতের পূর্বে। মৃত্যুবরণ করেন ৬ই শাবান ৯হিজরি। মোট বেঁচেছিলেন আনুমানিক ২৫ বছর। দাফন করা হয় মদিনায়।
৪. ফাতেমা (রা.)। জন্মগ্রহণ করেন নবুওয়াতের ১ম বছর। মৃত্যুবরণ করেন ১৩ রমজান, ১১ হিজরি। মোট বেঁচেছিলেন ২৩ বছর। দাফন করা হয় মদিনায়।
বি. দ্র. হজরত ইবরাহিম (রা.) ছাড়া বাকি সব সন্তান হজরত খাদিজা (রা.)-এর গর্ভে জন্মলাভ করেন। ইবরাহিমের মা ছিলেন রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ক্রীতদাসী, মারিয়া কিবতিয়া (রা.)।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved