
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবর (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব নেওয়ার পর এইটা অধ্যাপক ইউনূসের জাতির উদ্দেশে দ্বিতীয় ভাষণ। প্রথম ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষৎ কর্মপরিকল্পানা নিয়ে কোন সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল হতাশা প্রকাশ করেছিল।
আজকের সন্ধ্যায় জাতির সামনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি গণমানুষের আকাঙ্ক্ষা পুরণের রোজম্যাপ এবং গত একমাসে তার সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।
বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সম্প্রচার করবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved