
আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চৌধুরী মনজুর লিয়াকতকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিতে চাইলেও তাতে বাংলাদেশ ব্যাংক রাজি নয়। কেন্দ্রীয় ব্যাংক ইসলামিক ফাইন্যান্সের এমডি পদে মনজুর লিয়াকতের নিয়োগ আটকে দিয়েছে। তিনি বর্তমানে ইউনিয়ন ক্যাপিটালের এমডি।
বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এ ব্যাপারে ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ইসলামিক ফাইন্যান্সের এমডি পদে চৌধুরী মনজুর লিয়াকতকে নিয়োগের আবেদন করা হয়। এই আবেদন পর্যালোচনা করে ও আমানতকারীদের স্বার্থে মনজুর লিয়াকতকে প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগে অনাপত্তি দেওয়া গেল না। একই সঙ্গে ইসলামিক ফাইন্যান্সকে খুব শিগগির একজন স্বচ্ছ ইমেজের যোগ্য ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ প্রদানের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক এশিয়া ছেড়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে চৌধুরী মনজুর লিয়াকত ইউনিয়ন ক্যাপিটালের এমডি হন। এর আগে তিনি এবি ব্যাংকে ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের সূচক ভালো থাকলেও পরে খারাপ হতে শুরু করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved