
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ ও দুর্বৃত্তের রডের আঘাতে সাংবাদিক আব্দুল্লাহ আহত হন, ৬ আগষ্ট হামলার শিকার হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি ছিলেন।
গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।
জানা গেছে গত রবিবার ৬ এ আগষ্ট রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে সংবাদ ও ভিডিও ধারণের কাজ করছিল আব্দুল্লাহ। এ সময় হঠাৎ কিছু দুর্বৃত্তরা দ্যা ডেইলি পোষ্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাপলা টিভি বাংলার সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক এর উপর অতর্কিত হামলা চালানোর পাশাপাশি মোবাইল কেড়ে নিতে যায়। এসময় বাধা দিলে তার মাথায় রোডের বাড়িতে গুরুতর আহত করে দুর্বৃত্ত। রটে রাখাতে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল্লাহ হক। এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় তিনটি সেলাই পড়েছে। হয়েছেন রক্তাক্ত জখম।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সাংবাদিকদের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved