
নিজস্ব প্রতিবেদকঃ ২৯ আগস্ট দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম-মিরসরাই এর জোরারগঞ্জ থানার ৫ নং ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের বাড়ীতে ডুকে তার বিদবা স্ত্রী ফেরদৌস আরা লাভলী এবং ছোট ছেলের উপর বর্বর হামলা চালায় জিয়া উদ্দিন ফরহাদ সহ কয়েকজন দুর্বৃত্ত।
ঘরে ডুকে প্রথমে তারা অকথ্যা ভাষায় গালিগালাজ করে বলে তোরা সবাই আওয়ামীলীগ করিস। পরে সবাই মিলে মৃত জাহাঙ্গীর আলমের বিধবা স্ত্রীকে মারধর করে। তারা কাপড় পেচিয়ে ধরে বলতে থাকে তোর ভাই কোথায় আছে বের করে দেয় নতুবা আমরা তোকে মেরে ফেলবো। ভুক্তভোগি বলে আমার ছোট ভাই আমার অসুস্থ মাকে দেখতে এসেছিলো আরো দুইদিন আগে। আর বোনের বাড়িতে ভাই আসবে বেড়াইতে। তোমরা কেন গালিগালাজ করছো।
ঐ সময় ভুক্তভোগি ফেরদৌস আরার অসুস্থ মাও ঘরে ছিলো। তাদের সবাই দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে। মায়ের কান্না শুনে কাজের মহিলা ও ছোট ছেলে দৌড়ায় আসলে তাদের উপরও হামলা করে। আশে পাশের লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এবং বলতে থাকে আজকে রাতে পেট্রোল দিয়ে তোদের ঘর জ্বালিয়ে দিব। তোদেরকে এবং তোর ভাইদেরকে প্রাণে মেরে ফেলবো। দুর্বৃত্তদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান পরিবারের লোকজন।
এর কয়েকদিন আগে প্রায় ৪০-৫০ জনকে নিয়ে জিয়া উদ্দিন ফরহাদ একি গ্রামের মৃত মুক্তিযোদ্বা সুজাউল হকের বাড়িতেও হামলা চালায় বলে জানান মৃত মুক্তিযোদ্বা সুজাউল হকের ছেলে ইকবাল হোসেন লিঠন (০১৮৫৭৪৫৯৮৪৭) ।
এর আগে ২নং ওয়ার্ডে মেম্বার সাহাদাত হোসের অফিসে ভাংচুর করে এবং মেম্বারকে মারধর করে। এদের অত্যচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। ঘটনার পরবর্তীতে মিরসরাইয়ে দায়িত্বরত সেনাবাহিনীকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved