
ইউটিউব দুনিয়ায় পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘ইউআর ডট ক্রিস্টিয়ানো’ নামে চ্যানেল খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন পর্তুগিজ তারকা।
বুধবার (২১ আগস্ট) ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এ ফুটবলারের ইউটিউবে লাফিয়ে লাফিয়ে সাবস্ক্রাইবার বাড়ছে। প্রথম ৯০ মিনিটের মধ্যেই সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন! ইউটিউব ইতিহাসে আগে এমনটা ঘটেনি বলেই খবর আল জাজিরার। অর্থাৎ প্রথম ৯০ মিনিটে আর কেউই এক মিলিয়নের মাইলফলকে পৌঁছাতে পারেননি।
চ্যানেল খোলার ঘোষণা দিয়ে রোনালদো লেখেন, ‘অপেক্ষা শেষ। আমার ইউটিউব চ্যানেল এটা। সাবস্ক্রাইব। আমার নতুন যাত্রায় সঙ্গী হন।’
প্রথম ৯০ মিনিটে এক মিলিয়নের মাইলফলক ছোঁয়া রোনালদোর চ্যানেলের সাবস্ক্রাইবারসংখ্যা এখন ১০.২ মিলিয়ন। চ্যানেলে ডজনখানেক ভিডিও শেয়ার করে ফেলেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমানভাবে জনপ্রিয়। সব প্লাটফর্মে তার অনুসারীর সংখ্যা প্রায় ৯০০ মিলিয়ন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved