
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২১ আগষ্ট) মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে আসা স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ৬০ লক্ষ টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিকে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৫২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, ট্রাস্ট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved