
আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফাওজুল কবির জানান, দ্রুততম সময়ে মেট্রোচালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই বন্ধ ঘোষণা করা হয় মেট্রোরেল চলাচল। এক মাস পার হওয়ার পর গতকাল শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চালুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। জানা গেছে, দুর্বৃত্তদের আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর ছাড়া বাকি সবগুলো যাত্রী ওঠা-নামার জন্য প্রস্তুত। কারিগরি কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved