
টানা এক মাস বন্ধের পর আজ রোববার দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এর আগে গত বুধবার খুলে দেওয়া হয় সব প্রাথমিক বিদ্যালয়। কোটা সংস্কারের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে গত ১৭ জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৪ আগস্ট ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করা হয়।
পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হয়নি। উপস্থিতিও ছিল কম।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved