
চল্লিশ ছুঁই ছুঁই বয়স হলেও এখনও যেন থামার নামগন্ধ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বুধবারও (১৪ আগস্ট) আল নাসরের হয়ে গোল করেছেন তিনি, দল উঠেছে সৌদি সুপার কাপের ফাইনালে।
সেমিফাইনালে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। আয়মান ইয়াহায়া ও রোনালদো একটি করে গোল করে দলকে ফাইনালে তুলেন। শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে তারা। হিলাল ফাইনালে উঠেছিল আল আহলিকে হারিয়ে।
প্রতি বছর সেমিফাইনাল দিয়ে শুরু হয় সৌদি সুপার কাপ। লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৪ দল অংশ নেয় এতে। গত মৌসুমে লিগ ও কিংস কাপ দুটিতেই চ্যাম্পিয়ন হয় আল হিলাল, রানার্সআপ হয় আল নাসর। যে কারণে লিগের বাকি দুই সেরা দল হিসেবে এবারের সুপার কাপের সেমিফাইনালে খেলে আল তাউন ও আল আহলি।
সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৮ মিনিটেই আল নাসরকে গোল এনে দেয়ায় অবদান রাখেন রোনালদো। তার অ্যাসিস্টে গোল করেন আয়মান। দ্বিতীয় গোলটি অবশ্য রোনালদোই করেন। তাতে ২-০ গোলের জয় পায় আল নাসর।
৭১ ম্যাচের আল নাসর ক্যারিয়ারে রোনালদোর এটা ৬৫তম গোল, এবারের মৌসুমে যা প্রথম। আল নাসরে নিজের প্রথম মৌসুমে ১৪টি ও ২০২৩-২৪ মৌসুমে ৫০টি গোল করেছিলেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved