
নিজস্ব প্রতিবেদকঃ ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর শক্তিশালী ভিত্তি হচ্ছে ব্যাংকের ছয় হাজারের বেশি সুদক্ষ জনবল আর সম্মানিত সকল গ্রাহকদের আস্থা বলে মন্তব্য করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
১৪ আগস্ট (বুধবার) রাজধানীর পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত ব্যবস্থাপনা পরিচালকের সভায় (এমডি’স টাউন হল মিটিং) তিনি এ মন্তব্য করেন।
এ সময় সৈয়দ মনসুর বলেন, “প্রায় ৩৩% সরকারি মালিকানা সহ গণমানুষের ব্যাংক আইএফআইসি এর বয়স এখন ৪৮ বছর। এ দীর্ঘ যাত্রায় ব্যাংকের কর্মীরা সব সময় একটি টিম হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব নিশ্চিত করেছে। বর্তমানে উদ্ধূত পরিস্থিতিতে অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ক্রমেই দেশব্যাপী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহণ করেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved