
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ।
আজ মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ সমাবেশ করে তারা। এসময় তারা টিকিট কালোবাজারি বন্ধে দাবিতে বিভিন্ন স্লোগান শেষে বক্তব্য দেন।
পরে তারা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে ভৈরব রেলওয়ে থানার ওসি'র সাথে কথা বলেন। এসময় স্টেশন মাস্টারের সাথে কথা বলতে গেলে তার অফিস তালাবদ্ধ পাওয়া যায়।
এ সময় বক্তারা বলেন, ভৈরব জংশন স্টেশনটিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে প্রতিদিন ১৮টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। দুঃখজনক হলেও সত্যি এসব ট্রেনের সবগুলো টিকিটই কালোবাজারিদের হাতে চলে যায়। ফলে ৮৫ টাকার টিকিট ৩০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে যাত্রীদের। তাই আজকের পর থেকে এই স্টেশনে যেন টিকিট কালোবাজারি না হয় এর জন্য কালোবাজারিদের সর্তক করা হয়। আলোচনায় অংশ নেন আরাফাত ভূইয়া, আজারুল ইসলাম রিদম, সিদরাতুল রশিদ পিয়াল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved