
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: থানাসহ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহের অভিযানে কিশোরগঞ্জের ভৈরবের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা। আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১২ টায় শহরের ভৈরবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেঃ কর্ণেল ফারহানা আফরিন কাছে হস্তান্তর করে ছাত্ররা।
জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর ভৈরবের থানা কার্যালয়গুলো সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। ঘটনার পর থেকে ভৈরবের বৈষম্যবিরোধী ছাত্ররা লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন। আজ সকালে বাকী সরঞ্জামগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে অস্ত্র, রাবার বুলেট, ফ্রিজ, মোটরসাইকেল সরঞ্জাম, পুলিশের হেলমেট, দরজা, জানালাসহ অসংখ্য মালামাল পাওয়া যায়।
এ বিষয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলকারী শিক্ষার্থী জয় ও মাহিউদ্দিন বলেন, ৫ আগস্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভৈরবের থানাগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন থেকেই আমরা লুট হওয়া মালামাল সংগ্রহ ও উদ্ধার করছি। এখন নাম গোপন রেখে কাজ করছি। আমাদের দ্বারা তাদের কোন ক্ষতি হবে না। যদি লোট হওয়া মালামাল স্বেচ্ছায় ফিরিয়ে না দেয় তাহলে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved