
রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ডভ্যান চাপায় নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনের রাস্তায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনামুল হক, হনুফা ও অনিক। ঘটনাস্থলে দুজন এবং অনিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি ইয়াছিন গাজী বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রোগী দেখতে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved