
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর থেকে মানিক মিয়া (৫২) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সে গত ১৯ শে জুলাই শুক্রবার নরসিংদীর জেলখানায় আগুন দেত্তয়ার পর পালিয়ে আসে। সে নরসিংদীর রায়পুরায় জাহের মিয়া'র ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ শে জুলাই শুক্রবার নরসিংদির জেলখানায় আগুন দেয় দুর্বৃত্তরা এই সময় জেলখানা ভেঙে ৯ জঙ্গি সহ ৮শ ২৬ জন কয়েদি জেল খানা থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে মাদক মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত মানিক মিয়া পালিয়ে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এসে তার আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নেয়। বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যম খবর পেয়ে ভৈরব থানার পুলিশ শ্রীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমের জানতে পারি নরসিংদীর জেলখানা থেকে পালিয়ে আসা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ভৈরবের শ্রীনগর গ্রামে অবস্থান করছে। এমন খবরে সাথে সাথে একটি টিম শ্রীনগরে পাঠিয়ে তার আত্মীয়ের বাড়ী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতেই তাকে নরসিংদী পুলিশের হাতে সোপর্দ করা হবে।
সে একটি মাদক মামলায় ৫ বছরের দন্ডপ্রাপ্ত হয়ে জেল খাটতে ছিল। মাত্র এক মাস সাজা ভোগ করার পর গত ১৯ তারিখে অন্যান্য আসামীদের সাথে সেও পালিয়ে যায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved