
নিজস্ব প্রতিবেদকঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ২৫ তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন উক্ত সভায় সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম জিয়া-উল-আজিম, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মালিক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নিশাতুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক জনাবা নুসরাত খান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আহসান জামান চৌধুরী ও কোম্পানী সচিব জনাব মোঃ মিজানুর রহমান, এফসিএস।
এছাড়াও উক্ত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে ৩১ শে ডিসেম্বর ২০২৩ সালের ব্যাংকের সমাপ্ত বছরের পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহ অনুমোদনের পাশাপাশি ২০২৩ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুকূলে মোট ২০ শতাংশ লভ্যাংশ অর্থাৎ ১২ শতাংশ নগদ এবং ০৮ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।
এছাড়াও, ব্যাংকরে নাম পরর্বিতন করে ট্রাস্ট ব্যাংক পএিলসি এবং অনুমোদতি মূলধন ২৫০০ কোটি টাকায় বৃদ্ধরি প্রস্তাবও অনুমোদতি হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved