
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম। মঙ্গলবার (১৬ জুলাই) থেকে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
শামসুল ইসলাম ১৯৮৯ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং পেশায় প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫৬তম বোর্ড সভায় তাকে এমডি হিসেবে পুনরায় নিয়োগ প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংক তার পুনঃনিয়োগ অনুমোদন করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved