
ইংল্যান্ডকে কাঁদিয়ে ইতিহাসে সর্বোচ্চ চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লা রোজারা। এদিকে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা।
১২ বছর পর আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল স্পেন। ২০২৪ সালের ইউরো জিতে তারা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।
আর রানার্স আপ দল ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় প্রায় ২৮৫ কোটি টাকা। ২৪ দলের এই টুর্নামেন্টে প্রতিটি দলই অংশগ্রহণ ফি বাবদ ম্যাচের ফলের উপর ভিত্তি করে অর্থ পেয়েছে।
এদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি। আর রানার্স আপ দল কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি।
১৬ দলের এই টুর্নামেন্টে প্রাইজমানি রাখা হয়েছে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম ২০ লাখ ডলার পেয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved