
তুহিন, বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২ কেজি ৬ শ গ্ৰাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া সাহেবের হাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম জহরলাল চৌধুরী (৪৫)। তিনি ওই এলাকার মৃত প্রিয়লাল চৌধুরীর ছেলে। বুধবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর মিডিয়া সেল কর্তৃপক্ষ।
র্যাব-৮ সিপিএসসির ডিএডি মো. এনামুল হক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আগৈলঝাড়া থানায় পাঠানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠাবে আগৈলঝাড়া থানা পুলিশ।
র্যাব জানায়, উপজেলার মোল্লাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি জহরলাল চৌধুরীর নিজ দোকানের সামনে থেকে ২ কেজি ৬ শ গ্ৰাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার করে আসছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved