
আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল দেখতে শত শত দর্শক সমর্থকরা লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু ৫টার সময় গেট খোলার কথা থাকলেও আরও এক ঘণ্টা বন্ধ থাকায় ধৈর্য হারান তারা। নিরাপত্তা কর্মীরা জানিয়েছে, গেটগুলো খেলার সময় জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন ভক্তরা। এজন্য গেটগুলো বন্ধ রাখা হয়েছে। যার ফলে খেলা শুরু করা যাচ্ছে না।
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ছয়টায়। দর্শকদের সামলাতে নিরাপত্তাকর্মীরা রীতিমত হিমশিম খাচ্ছেন। তাই আপাতত সিদ্ধান্ত হয়েছে দেরিতে ম্যাচটি শুরু করার। খেলা শুরুর নতুন সময় সকাল ৭টা ১৫ মিনিট।
দর্শকদের দেওয়া চাপে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি গেটের নিয়ন্ত্রণ ভেঙে যায়। তাতে অনেক কলম্বিয়ান দর্শক হুড়মুড় করে মাঠে ঢুকে পড়ে। পরিস্থিতি বেসামাল হলে বন্ধ করে দেওয়া হয় গেট। টিকিটধারী দর্শকদের বেছে বেছে ঢোকাতে গিয়ে দেরি হচ্ছে
আগেই আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল যারা ফাইনালের টিকিট পাননি তারা যেন মাঠে না আসেন। কিন্তু স্টেডিয়ামের বাইরে টিকিটবিহীন দর্শকদের সংখ্যাও অনেক। টিকিটধারী ও টিকিটবিহীন দর্শকদের উপচে পড়া ভীড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, শত শত ভক্ত তাড়াহুড়ো করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। ম্যাচের টিকিট তাদের কাছে ছিল কি না সন্দেহ প্রকাশ করেন তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved