
৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার কারণে টেস্ট সিরিজটি হবে কি হবে না তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। যদিও এখানে শঙ্কার কিছুই দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সেই ম্যাচটি। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। নানান দেশের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটি। অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে দেশটি এখন দেউলিয়া হওয়ার পথে। এমন অবস্থায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বোঝাপড়ার মাধ্যমেই সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।’
শ্রীলঙ্কার অর্থনৈতিক এই দৈন্যতার প্রভাব পড়ছে সব জায়গাতেই। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেটের ওপরেও তা পড়তে পারে। এমন পরিস্থিতিতে লঙ্কান বোর্ড যদি সহায়তা চায় তাহলে তা নিয়ে ভেবে দেখতে চায় বিসিবি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved