
নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মানস নদীতে গোসল করার সময় পানিতে ডুবে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কুরুয়ারবাতা নামক স্থানে মারা যায় সে।
মারা যাওয়া রোহান পার্শ্ববর্তী মালিবাড়ি ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম বলেন, রোহান তার ফুফুর বাড়িতে থাকতো। এখানে থেকে সে পড়ালেখা করছিল। তার বাবা-মা ঢাকায় চাকরি করে। আজ দুপুরে সঙ্গীদের সঙ্গে বাড়ির পাশের মানস নদীতে গোসলে যায় সে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা নদীতে নেমে রোহানকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved