
গাজায় ইসরাইলের চলমান হামলায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়াল। শনিবার (৬ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৩৮ হাজার ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ হাজার ৭ শ ৫ জন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ২৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০০ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও জানানো হয় বিবৃতিতে।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লংঘন করে, আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত হয়েছে তেল আবিব। যার সর্বশেষ রায়ে অবিলম্বে রাফাতে হামলা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দেশটিকে।
এদিকে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নিহত ২৯ ফিলিস্তিনির মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved