
ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে কৌতূহলের সীমা নেই নেটিজেনদের।
ছবিতে দেখা যায়, স্কুল ড্রেস পরে ক্লাস করছেন ডিপজল! স্বভাবতই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে: এই বয়সে ডিপজল স্কুলে গিয়ে কেন পড়াশোনা করছেন।
জানা গেছে, এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। এটি ‘অমানুষ হল মানুষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য। বৃহস্পতিবার (৪ জুলাই) ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয়।
জানা গেছে, সিনেমায় তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন। কারণ, ওই স্কুলের শিক্ষক মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর থেকে নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন: যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

এ সিনেমায় ডিপজল থাকেন একজন ভয়ংকর সন্ত্রাসী। সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান ডিপজল। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়।
নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন। অনেকেই নানারকম মন্তব্য করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved