
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর পতন হয়েছে ৯৭ টি কোম্পানির। এতে সর পতনের শীর্ষে ওঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৩ জুলাই) এটলাস বাংলাদেশের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিন্ডে বাংলাদেশের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩৬ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৪৬ শতাংশ কমেছে। আর ইউনিটদর ১০ পয়সা বা ২ দশমিক ৯৪১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- খুলনা প্রিন্টিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাপোলো ইস্পাত, সাইফ পাওয়ারটেক, সিকদার ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামি মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved