
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ট্রেন থেকে মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় জুয়েল নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে যাত্রীরা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানান ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম খন্দকার।
গতকাল (০১জুলাই) সকাল ১১ টার সময় আশুগঞ্জ রেলষ্টেশনে উপকুল ট্রেনে এ ঘটনা ঘটে। জুয়েল চাদপুর জেলার কালীবাড়ী থানাধিন বকুলতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, আশুগঞ্জ ষ্টেশনে ট্রেনের ভিতরে মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় যাত্রীরা জুয়েল ওরফে মামা জুয়েল কে আটক করে গণপিটুনি দেয়। এই সময় ট্রেনের কর্তব্যরত পুলিশ অঅটককৃত ছিনতাইকারিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলা ৩টি, মাদক মামলা ৪ টি, সন্ত্রাস দমন আইনে ১টি, ডাকাতির প্রস্তুতি মামলা ২টি, চোরাই মাল রাখার দায়ে ১টি, ৩২৬ পিসি সহ মারামারি মামলা ৪ টি, পুলিশ আইনের ৩৪ ধারায় ২ টি সহ সর্ব মোট ১৭টি মামলা রয়েছে বিরুদ্ধে। আজকের ঘটনায়ও ভৈরব রেলত্তয়ে থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved