
নিজস্ব প্রতিবেদকঃ ২৭ জুন ২০২৪ তারিখে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে "সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ওয়াদা লিমিটেড" এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তির ফলে মোবাইল ব্যবহারকারীগন খুব সহজেই তাদের ব্যবহৃত হ্যান্ড সেট বা মোবাইল ফোনসমুহের ইন্স্যুরেন্স সুবিধা মোবাইল কেনার সময় হতেই নামমাত্র মূল্যে গ্রহণ করতে পারবেন। ফলে দামী হ্যান্ড সেট ব্যবহারের ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে ঝুঁকি অনেকটাই কমে আসবে।
উক্ত চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সিইও/এমডি ব্রি.জেনারেল শফিক শামীম পিএসসি (অব.) এবং ওয়াদা লিমিটেড এর এসোসিয়েট ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা জনাব এসকে খালেদুজ্জামান ও উভয় কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved