
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে প্রোটিয়াদের কাছে পাত্তাই পায়নি চমক দেখিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয়া আফগানরা। এতে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রোটিয়ারা জয় পেয়েছে ৯ উইকেটে। আফগানদের মাত্র ৫৬ রানে গুটিয়ে দেয়ার পর ৮.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে এইডেন মার্করামের দল। বিশ্বকাপ নক আউটে বলের হিসেবে এটাই সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ। এই ম্যাচে মোটে খেলা হয়েছে ১২৪ বল। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি হয়েছিল ২০৩ বলের। ১০ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল আফগানিস্তান ও সাউথ আফ্রিকা।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে তারা। মাত্র ২৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ৫৬ রানে। আফগানদের হয়ে একমাত্র দুই অঙ্কে যেতে পেরেছেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ১২ বলে করেন ১০ রান। আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন মার্কো জানসেন ও তাবরাইজ শামসি। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন।
২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়ারা। মাত্র ৫ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর প্রোটিয়াদের আর ভুগতে দেননি অধিনায়ক এইডেন মার্করাম ও রিজা হ্যান্ডরিক্স। দুজনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে প্রোটিয়াদের জিতিয়ে মাঠ ছাড়েন তারা। মার্করাম ২১ বলে ২৩ ও রিজা ২৫ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved