
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেশি দেশের সঙ্গে বৈরিতা বা সম্পর্ক ম্লান করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তবে সু-সম্পর্ক রাখার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।
মঙ্গলবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যতম উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নীম চন্দ্ৰ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান। এই মৈত্রী রক্তের রন্ধ্রে লেখা।
বিএনপি ভারতের অবদানকে অস্বীকার করার চেষ্টা করছে। ভারত বিরোধিতা করেছে। ভারতে গিয়ে ন্যুজো হয়ে নতজানু নীতি অবলম্বন করে তারা।
ভারতের বিরুদ্ধে বিএনপির দেয়া বক্তৃতার বিরোধিতা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতের বিরোধিতা করা হাস্যকর। ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী বক্তৃতা লজ্জার।
এ ছাড়াও তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারত বিরোধিতা। নির্বাচন আসলে তাদের ভারতবিরোধী বক্তব্য বেড়ে যায়। বিএনপিসহ যেসকল রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে তারা আবার ভারতীয় হাইকমিশনে ইফতার করতে যায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved