
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৯৯৬ শতাংশ কমেছে। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আল-হাজ টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৯৯৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৯৯২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী পেপার।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- নিউ লাইন ক্লথিংস, জেমিনি সি ফুড পিএলসি, জেএমআই সিরিঞ্জ, মুন্নু এগ্রো, ইস্টার্ন কেবলস, এসকে ট্রিমস এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved