
উইকেটের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের ওপরে কেউ নাই। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের ম্যাচে ৪৯ উইকেট নিয়ে সবার শীর্ষে তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব আসর মিলিয়েও সেরাদের কাতারে আছেন সাকিব। দুটি বিশ্বকাপ মিলিয়ে তিনি নিয়েছেন ৯২ উইকেট। আছেন তিন নম্বরে। সেরা পাঁচে একমাত্র বাংলাদেশি তিনি।
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ শুক্রবার (২১ জুন) এক উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। এত টি-টোয়েন্টির এই মহাযজ্ঞে তার উইকেট এখন ৩০টি। ওয়ানডে বিশ্বকাপে পাওয়া ৬৫টি মিলিয়ে সংখ্যাটি ৯৫। দুই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে। ওয়ানডেতে ৫৬ ও টি-টোয়েন্টিতে ৩৮—মালিঙ্গার মোট শিকার ৯৪।
স্টার্ক ও মালিঙ্গার পরই সাকিবের অবস্থান। ওয়ানডের ৪৩ ও টি-টোয়েন্টির ৪৯ নিয়ে তার উইকেট ৯২টি। যদিও, সাকিব বেশি ম্যাচ খেলেছেন আগের দুজনের চেয়ে। স্টার্ক ৫২ ও মালিঙ্গা খেলেছিলেন ৬০ ম্যাচ। এই তালিকায় চতুর্থ স্থানে আছেন ট্রেন্ট বোল্ট। ৪৭ ম্যাচে ৮৭ উইকেট (৫৩+৩৪) তার। কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন আছেন পাঁচ নম্বরে। ৪৯ ম্যাচে তার শিকার ৭৯টি (৬৮+১১)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আর একটি উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে হাফসেঞ্চুরি করবেন সাকিব। এর আগে বিশ্বকাপে মাঠে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে ৯ আসরের সবগুলোতে খেলার কৃতিত্ব অর্জন করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved