
যে কোনো কিছু চাইলেই তা হয় না। প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইতে হয় তারপর চেষ্টা শুরু করতে হয়। তারপর চেষ্টা ও দোয়া দুটোই চালাতে হয়। তাহলে সে কাজে সফল হোক আর না হোক তা ইবাদতে গণ্য হবে।
এভাবে পাপ কাজ ছেড়ে দেয়ার চিন্তা করলেই হয় না। আগে পাপ কাজ থেকে বাঁচার জন্য দোয়া করতে হয়। এ জন্য সবচেয়ে ছোটো দোয়া হলো ‘নাউজুবিল্লাহ’ পড়া। বাংলাতেও বলা যায়, হে আল্লাহ আমি এ কাজ না করার জন্য আপনার সাহায্য চাচ্ছি।
‘নাউজু’ শব্দের অর্থ ‘আমি আশ্রয় চাই’ বা ‘বিরত থাকতে চাই’। ‘বিল্লাহি’ অর্থ ‘আল্লাহর কাছে’। ‘মিন জালিক’ এই (খারাপ-মন্দ-অন্যায়-অপরাধ) থেকে। অর্থাৎ আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ (সা.) আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টের অনিষ্ট থেকে, দুঃখ পাওয়া থেকে, শত্রুদের আনন্দ থেকে এবং বালা-মুসিবতের কষ্ট থেকে। (বুখারি ও মুসলিম)
অন্যায়-মন্দ কাজ সংঘটিত হতে দেখলে বা নিজেরা এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ‘নাউজুবিল্লাহি মিন জালিক’ পড়ে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা জরুরি।
খারাপ কোনো কথা শুনলে, কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় চাওয়ার জন্য এই দোয়া পড়তে হয়।
আরেকটি দোয়া করা যেতে পারে। হজরত যিয়াদ ইবনু ইলাকাহ (রহ.) তার চাচার সনদে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলতেন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ চরিত্র, গর্হিত কাজ ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি ৩৫৯১)
ছোট্ট এ দোয়াটির মাধ্যমে পাপ কাজ থেকে নিজের অন্তরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved