
বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ৩০ জুন সারাদেশে পরীক্ষা হলেও সিলেটে হবে ৯ জুলাই থেকে।
বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্তের খবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেছেন, বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লাস বা পরীক্ষা হওয়ার মতো কোন অবস্থা নেই।
সার্বিক দিক বিবেচনায় সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ, আগের সূচিতে ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে। আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলোর সূচি পরে জানানো হবে।
তপন কুমার আরও জানান, সিলেট বোর্ড ছাড়া আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved