
নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজ হোসেন (১৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন সজীব হোসেন (১৮) নামে আরোহী।
আজ মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে
নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে। আহত একই এলাকার আবুল কালামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রাজ ও সজীব বিকেল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে কমলাপুর পিটিআই মোড় থেকে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে রয়েল এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved