
রাজশাহীতে অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল নগরীর লক্ষ্মীপুর কাচাঁবাজার এলাকার ক্লাব ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। তারা জুয়া খেলায় মত্ত ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ২৪ জুয়াড়ি হলেন, আলী হাসান তুষার (৩৩), মো. মমিন (৩৫), রফিকুল ইসলাম (৫২), ইনজামুল হক (২৪), সেলিম রহমান (৫২), রাকিব এহসান সৌরভ (২৭), শফিকুল ইসলাম (৪০), এনায়েত উল্লাহ খান (৪৫), মাসুম আহম্মেদ (৪৮), জুলফিকার হোসেন (৪৩), মো. রেন্টু (৩৫), সজল গাজী (৩২), মো. সেলিম (৪৪), জাহিদুল ইসলাম (৪৮), সুজন আলী (৪০), আব্দুস ছাত্তার (৫৮), নাসির উদ্দিন (৩৬), মো. মিনহাজ (৩৫), আব্দুল হাদি (৩৫), সেলিম রেজা (৩৭), রবিউল ইসলাম (৪৪), মো. চারু (৩২), মাহবুব আলম (৪০) ও হাবিবুর রহমান (৪৯)।
শনিবার দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী হাসান তুষার এখানে জুয়ার আসর বসাতেন। আসর থেকে জুয়া খেলার ছয় সেট তাস ও নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved