
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেল সেতুর উপর রেললাইনে কোরবাণীর গরুর পা আটকে যাওয়ায় আধা ঘন্টা বিলম্ভে ছেড়ে যায় পর্যটকবাহী আন্তনগর ট্রেন। ট্রেনের চালকের সতর্কতায় তখন প্রানে বেচে যায় আটকে যাওয়া গরুটির প্রান। প্রায় আধা ঘন্টা পর এলাকা বাসীর চেষ্টায় গরুটিকে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি সর্তকতার সহিত রেলসেতু অতিক্রম করে। আজ সকাল ৮ টা ৪০ মিনিটে ভৈরব রেলওয়ে ব্রীজের উপর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, আজ বুববার ঢাকা চট্রগ্রাম ডাউন লাইনের পাশে গোরবানীর পশুর হাট বসেছিল। এই সময় ওখান থেকে একটি বড় আকারের কোরবানির গরু ছুটে রেললাইনের উপর দিয়ে দৌড়াতে থাকে। মেঘনা নদীর উপর শহিদ হাবিলদার আঃ হালিম সেতুর উপরে উঠে রেললাইনে গরুটির পা আটকিয়ে যায়। এই সময় ঢাকা থেকে কক্সবাজার গামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ব্রীজে উঠতে গিয়ে দেখতে পান লাইনের উপর একটি গরু দাড়িয়ে আছে। এ সময় ট্রেনের চালক হার্ডব্রেক করে ট্রেনটি থামিয়ে দেয়। এতে করে গরুটি রক্ষা পায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটিও। পরে এলাকাবাসী দৌড়ে ঘটনাস্থলে গিয়ে গরুটি ব্রিজের পাশের রেলিংয়ে সরিয়ে নিলে প্রায় আধা ঘন্টা পর ট্রেনটি সতর্কতার সহিদ সেতু অতিক্রম করে।

সাধন চন্দ্র বর্মন বলেন ৮টা ৩৩ মিনিটে পর্যটকবাহী ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায়,ট্রেনটি ওখানে দাঁড়িয়ে যায়।পড়ে গরু সরিয়ে নিলে আধা ঘন্টা পর ট্রনটি সেতু অতিক্রম করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved