
নিজস্ব প্রতিবেদকঃ লিড ব্যাংক হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় গত ০৮ জুন সিরাজগঞ্জ জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমদ মাসুম, পরিচালক, বিএফআইইউ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ।
কর্মশালায় সভাপতিত্ব করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো জনাব শামসুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ডেপুটি ক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান জনাব মো: সাইফুল ইসলাম।
বর্ণাঢ্য আয়োজনের দিনব্যাপি এ কর্মশালায় সিরাজগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ৮৪ জন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved