
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরাবরের মতো ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ২ মে ঈদ ধরে নিয়ে আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। চলবে ১ মে পর্যন্ত। আবার ফিরতি যাত্রার ঈদের টিকিট বিক্রি শুরু হবে ১ মে পর্যন্ত।
সোমবার (১১ মে) রেলভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আগামী বুধবার (১৩ এপ্রিল) জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। ওইদিন এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।
রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ওই বৈঠকে আলোচনা হয়েছে ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। এরপর থেকে এই ক্রম অনুসারে টিকিটি বিক্রি চলবে। ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র আগাম টিকিট।
রেলওয়ের ওই সূত্র জানিয়েছে, বৈঠকে কোন ট্রেনে ঈদযাত্রায় স্বাভাবিকের অতিরিক্ত কতটি বগি যুক্ত হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন থাকতে পারে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যের ৩০ হাজার টিকিট ছাড়া হবে। এর অর্ধেক টিকিট অনলাইনে পাওয়া যাবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved