
রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জনই পুরুষ। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (৮ জুন) ভোরে দুর্ঘটনা দুটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা।
তিনি জানান, শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দ্য মেরিডিয়ান সুইচ গেট সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ মারা যায়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৩০ বছর। অন্যদিকে কাছাকাছি সময়ে খিলক্ষেত বাজার সংলগ্ন রেলগেট এলাকায় কমলাপুরগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত আরেক পুরুষের মৃত্যু হয়। তারও নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।
এসআই আরও বলেন, সংবাদ পেয়ে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved